৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম শেরপুর সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী উপজেলার বাসিন্দাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যগণ সার্বক্ষণিক তৎপর রয়েছেন বলে জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন পূজা মণ্ডপ এলাকা পরিদর্শন করেন। তিনি দৈনিক ইনকিলাবকে বলেন—প্রতি দিন তিনি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন ফোর্স সহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখছেন এবং পূজা মণ্ডপ সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ভূমিকা পালন করছেন বলে জানান। এছাড়াও প্রতিদিন রাতে নিয়মিত পূজা মণ্ডপ পরিদর্শনের কথা জানান...