টাঙ্গাইলের কালিহাতীর তরুণ হৃদয়ের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার। সে স্বপ্ন পূরণের পথে তিনি সৈনিক পদে মনোনীতও হয়েছেন। কিন্তু সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে নিভে গেছে তার জীবন প্রদীপ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান। ১৮ বছর বয়সী ইউনূসুর রহমান হৃদয় কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পরিবারসহ তারা কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওসি মাহবুবুর রহমান বলেন, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে সকালে তার মায়ের সঙ্গে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে যান। সেখানে গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে...