সমাজে কিছু কিছু জনপ্রতিনিধি রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘রাজনীতিবিদ সম্পর্কে বা নির্বাচিত প্রতিনিধি সম্পর্কে সমাজে খুব ভালো একটা আলোচনা হয় না। আর এসব কারণে নতুন প্রজন্ম এটাকে ভালো চোখে দেখেন না। কিন্তু সমাজ ব্যবস্থা আমরা রাজনীতিবিদরা যখন দেখি, একজন নির্বাচিত জনপ্রতিনিধি সে প্রকৃতভাবে জনগণের সেবা করার যে সুযোগটা গ্রহণ করা দরকার ছিল, সেটা না করে নিজের ব্যক্তিগত আখের গোছার কাজে ব্যস্ত হয়ে পড়েন।’ এ্যানি বলেন, ‘সমাজে কিছু কিছু জনপ্রতিনিধি রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের কারণে নতুন প্রজন্মের কাছে এ ধরনের ধারণা হওয়ায় খুবই স্বাভাবিক। দেশের...