এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে গত রোববার রাতে। তবে মাঠের লড়াই থেমে গেলেও ভারত–পাকিস্তানের দ্বন্দ্ব থামেনি। দুবাইয়ে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। কিন্তু আসল নাটক শুরু হয় পুরস্কার বিতরণী মঞ্চে। নিয়ম অনুযায়ী এসিসির চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকেই ট্রফি নেওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সূর্যকুমার যাদবের দল তাঁর কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি। ফলে নাকভিও সোজা জানিয়ে দেন, সভাপতি হিসেবে তিনিই ট্রফি দেবেন, না হলে ট্রফি দেওয়া হবে না। পরিস্থিতি এমন দাঁড়ায়, ব্যক্তিগত পুরস্কার বিতরণের পর নাকভিসহ অতিথিরা মঞ্চ ছেড়ে চলে যান। ট্রফিটি তখন পড়ে ছিল একপাশে। পরে একজন সেটি হাতে নিয়ে ভেতরে চলে যান। এরপর বিসিসিআই অভিযোগ তোলে, তাদের জেতা ট্রফি আর খেলোয়াড়দের পদক নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া...