ভূল তথ্যে সংবাদ প্রকাশের অভিযোগে জাতীয় দৈনিক ইনকিলাব-এর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট শামীম আহমেদ। মামলায় ইনকিলাব সম্পাদক এ এম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালামসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে। সিলেটে মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত চৌধুরী অপি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৭ সেপ্টেম্বর 'দৈনিক ইনকিলাব পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে "কোটি টাকার খাস জমি আত্মত্মসাৎ চেষ্টা: বিশ্বনাথে উত্তেজনা" শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় এডভোকেট শামীম উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে মৌরসী সম্পত্তিকে সরকারের খাস খতিয়ানের তুমি বলে তুলে ধরা হয়েছে। এর...