রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস চলাচল টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। মালিক-শ্রমিক বৈঠকে মজুরি বাড়ানোর বিষয়ে সমঝোতা হলেও নতুন করে শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের কাউন্টারগুলো খোলা থাকলেও বাস ছাড়তে পারেনি। ভোরে দুটি বাস ঢাকা ছেড়ে গেলেও সকাল ৮টার দিকে শ্রমিকরা বাকি বাস ছাড়তে বাধা দেন। পরে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে টিকিট বাতিল করা হয়। এতে গন্তব্যে যেতে না পেরে ফিরে যান অনেকে। ভুক্তভোগী যাত্রী আরিফুল ইসলাম জানান, ভোর থেকে টিকিট কেটে অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ শ্রমিকরা এসে বাস থেকে তাকে নামিয়ে দেন। এতে তার জরুরি কাজ পিছিয়ে যাচ্ছে। যাত্রী নাসরিন আক্তার জানান, তার স্বামী ঢাকায়...