বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সারাদেশে অনেক নিরীহ মানুষের নামে মামলা হয়েছে। অনেকে মামলা বাণিজ্যও করেছেন। এসব মামলা থেকে অব্যাহতি পেতে নতুন নিয়মে আবেদনের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নতুন নিয়মে এখন পর্যন্ত ১৩৬ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরও ২৩৬ জনের আবেদন বিবেচনাধীন রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, অনেক মামলায় নিরীহ মানুষদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। এজন্য সরকার ফৌজদারি কার্যবিধিতে ১৭৩ ধারাকে সংযোজিত করে ১৭৩ এর ‘এ’ নামে আরেকটি ধারা আইন মন্ত্রণালয় থেকে প্রণয়ন করেছে। এই ধারা অনুযায়ী যারা নিজেকে নির্দোষ-নিরীহ মনে করেন তারা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে নির্দোষ হিসেবে আদালতে প্রতিবেদন পাঠাতে পারেন। আদালত সেটি গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে মামলার...