ঢাকা:বসুন্ধরা আই হসপিটাল ও রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের যৌথ উদ্যোগে সাড়ে তিন শতাধিক চক্ষু রোগীকে নিখরচায় চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানীর জোয়ার সাহারার জসিম উদ্দিন ইনস্টিটিউটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ কর্মসূচি।চলবে বিকেল ৪টা পর্যন্ত। বসুন্ধরা আই হসপিটালের পরিচালক প্রফেসর ডা. সালেহ আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর চক্ষু পরীক্ষা করছেন। দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ, বিতরণ করা হচ্ছে চশমা। এছাড়া জটিল ও কঠিন চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশনেরও ব্যবস্থা রাখা হয়েছে। কর্মসূচিতে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. মজুমদার গোলাম রাব্বী ও ডা. নাবিলা কবীর চিকিৎসা সেবা দিচ্ছেন। পুরো কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন মো. আবু তোয়াব, সহকারী হিসেবে আছেন মো. রুবেল রানা ও মো. রাকিব হাসান। প্রফেসর ডা. সালেহ আহমেদ...