চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবার ঝুঁকছে সামাজিক মাধ্যমের দিকে। কোম্পানিটির আসন্ন সোরা ২ ভিডিও মডেল নিয়ে আসছে একটি স্বতন্ত্র সোশাল অ্যাপ। এটি দেখতে অনেকটা টিকটকের মতোই। প্রযুক্রি সাইট ওয়্যার্ড এর প্রতিবেদন অনুযায়ী, টিকটকের মতো এই অ্যাপটিতেও থাকবে ভার্টিক্যাল ভিডিও ফিড আর সোয়াইপ করে স্ক্রল করার সুবিধা। তবে বড় পার্থক্য হলো অ্যাপটিতে কেবল এআই জেনারেটেড কনটেন্ট থাকবে ব্যবহারকারীরা নিজের ফোন থেকে কোনো ছবি বা ভিডিও আপলোড করতে পারবেন না। শুরুতে সোরা ২ অ্যাপের ভেতরে সর্বোচ্চ ১০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ক্লিপ বানানো যাবে। বাইরে এর সীমাবদ্ধতা কতটুকু হবে তা এখনো স্পষ্ট নয়। সেই তুলনায় টিকটকও শুরুতে ১৫ সেকেন্ডের ভিডিওর অনুমতি দিয়েছিল যা এখন বেড়ে ১০ মিনিট পর্যন্ত হয়েছে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, অ্যাপটিতে থাকছে আইডেন্টিটি ভেরিফিকেশন টুল। ব্যবহারকারী চাইলে তাদের চেহারা পরিচিতি ভিডিওতে...