প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার হাতছানি ছিল বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির সামনে। কিন্তু অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার পথ বন্ধ হয়ে গেছে তাদের। দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার সব অনাপত্তিপত্র আপাতত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি পাকিস্তান বোর্ড। ভারতের বিপক্ষে গত রোববার এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে হারের পরই সিদ্ধান্তটি নিয়েছে তারা। ম্যাচের পরদিন খেলোয়াড় ও এজেন্টদের বিষয়টি জানিয়ে দিয়েছেন পিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা সুমাইর আহমাদ সাইদ। খেলোয়াড় ও এজেন্টদের পিসিবির পাঠানো নোটিশটি দেখার দাবি করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। “পিসিবি চেয়ারম্যানের অনুমোদনে, দেশের বাইরের লিগগুলোয় ও অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সব অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।” অনাপত্তিপত্র সংক্রান্ত বিস্তারিত এবং কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা হবে...