কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। দিনরাত নিরবচ্ছিন্নভাবে কাজ করে এটি রক্ত পরিষ্কার করে, টক্সিন ও অতিরিক্ত পানি বের করে দেয়, শরীরে খনিজের ভারসাম্য রক্ষা করে এবং হরমোন উৎপাদনে ভূমিকা রাখে। কিডনিতে সমস্যা দেখা দিলে শুধু প্রস্রাব বা রক্তে নয়, চোখেও তার প্রভাব পড়তে পারে। তাই চোখের সমস্যাকে সাধারণ ভেবে অবহেলা না করে সময়মতো পরীক্ষা করানো জরুরি। চোখে যেসব পরিবর্তন কিডনির অসুস্থতার ইঙ্গিত হতে পারে ১. ফোলাভাব বা পানি জমাঘুম থেকে উঠেই চোখের চারপাশে সামান্য ফোলাভাব স্বাভাবিক। তবে সারাদিন ধরে থাকলে বা ধীরে ধীরে বেড়ে গেলে সতর্ক হতে হবে। শরীর যখন প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন হারাতে শুরু করে (প্রোটিনইউরিয়া), তখন এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। ২. হঠাৎ ঝাপসা দেখা বা ডাবল ভিশনশুধু চোখের সমস্যা নয়, উচ্চ রক্তচাপ বা নিয়ন্ত্রণহীন...