কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফেজ আমজাদ হোসেন (২৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নতুন মহাল বাজারে জনসম্মুখে ওই জামায়াত কর্মীকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। আমজাদ হোসেন চৌফলদন্ডী জামায়াতে ইসলামীর যুববিভাগের সেক্রেটারি বলে জানা গেছে। নিহত জামায়াত কর্মী ওই এলাকার মৃত নুরুল কবিরের (ভিডিপি) ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারীদের সঙ্গে আমজাদ হোসেনের পারিবারিকভাবে মামলা মোকাদ্দমা ছিল। এর জেরে ছাত্রলীগ নেতা রাফিসহ একটি দল...