ড. ফোরকান আলীপ্রকৃতির অপরূপ লীলা নিকেতন বাংলাদেশ। প্রকৃতি তার অকৃপণ হাতে নানা উপাচারে সাজিয়ে রেখেছে বঙ্গজননীকে। কোথাও পাহাড়ের নৈসর্গিক মনোরম দৃশ্য। কোথাও সবুজ বনানী ঘেরা বনরাজি, কোথাও আবার দিগন্ত জোড়া ফসলের মাঠ। আবার কোথাও রয়েছে হাওর-বাঁওড়ের বিস্তীর্ণ জলরাশি। সব মিলিয়ে সত্যিই বাংলা মা যেন এক অপরূপা রূপে আবির্ভূত। বিভিন্ন পাখি ও প্রাণীদের বিচরণ এই প্রকৃতিকে অলংকরণ করে আরও মোহনীয় করে তোলে। ধানের দেশ, গানের দেশ বাংলাদেশ। আবার বিভিন্ন পাখি ও প্রাণীদের দেশও বাংলাদেশ। তবে কালের বিবর্তনে বন উজাড় হচ্ছে। বড় বড় গাছপালা না থাকায় দেশের অনেক প্রজাতির পাখি বিলুপ্ত হচ্ছে। এর পরেও পাখি ও প্রাণীদের দেশ হিসেবে বাংলার গৌরব অটুট। এখনো পাখির ডাকে আমাদের ঘুম ভাঙ্গে। পাখির কিচির মিচির শব্দে আমরা বিমোহিত হই। এখনো বকের সারি হারিয়ে যায়নি। বসন্তে কোকিলের...