৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১২০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল ও তার স্ত্রী ন্যাশনাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী আজম মুকুল জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকা মূল্যের সম্পদ ভোগদখলে রাখেন। পাশাপাশি তিনি নিজ ও প্রতিষ্ঠানের নামে ৫টি ব্যাংকের ৩৭টি হিসাবে ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী জাহানারা ইয়াসমিন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৭১ লাখ ৪০...