যা একসময় রসিকতা মনে হয়েছিল, তাই এখন বাস্তব। যুক্তরাজ্যে আবাদকৃত প্রথম ধান এখন কাটার উপযোগী। ইংল্যান্ডের পূর্বাঞ্চলের শান্ত এক গ্রামে সফলভাবে ধান আবাদ করেছেন নাদিন মিৎসচুনাস, যা দেশটির ইতিহাসে প্রথম। গ্রীষ্মে রেকর্ড ভাঙা গরমের কারণে তার ছোট ছোট ধানক্ষেতে দানাগুলো পেকেছে সুন্দরভাবে। নাদিন মিৎসুনাস, যুক্তরাজ্যের প্রথম ও একমাত্র ধানচাষি, এই সাফল্যে ভীষণ গর্বিত। এই পরীক্ষামূলক ধানচাষ শুধু নতুন ফসল ফলানোর গল্প নয়, বরং জলবায়ু পরিবর্তনের যুগে ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের উত্তর খোঁজারও প্রচেষ্টা। কে জানে, আগামী দিনে ইউরোপেই হয়ত শোনা যাবে ধানের খই খই শব্দ! কি যুক্তরাজ্যে ধান চাষের গল্প আপনাকে কি করেছে জব্দ? আসুন জেনে নেয়া যাক বিস্তারিত। যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির গবেষকরা ঘোষণা করেছেন যে, তারা দেশে প্রথম ধানের ফসল সফলভাবে কেটেছেন। নতুন তৈরি...