নেত্রকোনার কেন্দুয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। মঙ্গলবার সকালের দিকে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কৃষ্ণরামপুর সকালের বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণকালে কেন্দুয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন। বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির...