ফুটবলসহ অন্যান্য খেলার জগতকে বদলে দেওয়ার পর এবার ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে চলেছে সৌদি আরব। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ টি-টোয়েন্টি লিগ, ‘আইএল টি-টোয়েন্টি’র সঙ্গে কৌশলগত জোট গঠন করেছে তেল সমৃদ্ধ দেশটি।এই চুক্তির ফলে সৌদি আরবেও ‘আইএল টি-টোয়েন্টি’র ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পথ খুলে গেল। সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশন এবং ‘আইএল টি-টোয়েন্টি’র মধ্যে এই অংশীদারিত্বের ফলে শুধু ম্যাচ আয়োজনই নয়, সৌদি আরবে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করা এবং খেলার মানোন্নয়নের জন্যও একসঙ্গে কাজ করবে দুই পক্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তির আওতায় পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটারদের ম্যাচও সৌদি আরবে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা রক্ষণশীল দেশটিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আসন্ন মৌসুম থেকেই এই চুক্তি কার্যকর হবে, যা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর।...