এশিয়া কাপে প্রত্যাশামাফিক ফল না পাওয়ায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয় ভেঙেছে। দল থেকে শিরোপার আশা দেখানো হয়েছিল৷ শুরুর পারফরম্যান্সে ছিল সেই ছাপ। কিন্তু, হাতের মুঠোয় পাওয়ার সুযোগ স্রেফ হাতছাড়া করেছে বাংলাদেশ৷ দেখে মনে হচ্ছিল, নিবেদনে তাদের প্রবল ঘাটতি। ছিল না প্রত্যাশা পূরণের জেদ। সব মিলিয়ে অবস্থা ছিল হতশ্রী।আরো পড়ুন:ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটনশুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড় সমর্থকদের হৃদয় ভাঙায় তাদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে লিটন লিখেছেন, “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা। তবে, দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” লিটন চোটের...