শেরপুরে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৬ বোতল ভারতীয় মদসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪-এর সদস্যরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ও মঙ্গলবার সকালে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। ফেনসিডিলসহ আটককৃতরা হচ্ছেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আরব আলীর ছেলে সোহেল রানা (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৮) ও একই উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (২৮)। আর মদসহ আটককৃতরা হচ্ছেন মো. রেজাউল মিয়া (৪০), মো. জহির মিয়া (৩২) ও মো. মামুন শেখ (৩৫)। র্যাব জানায়, ভারত থেকে চোরাই পথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় অভিযান...