শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়ায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার ৭২ টি পূজা মণ্ডপে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যৌথভাবে দায়িত্ব পালন করছে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, “শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েনসহ সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, সনাতনী ধর্মাবলম্বীরা যাতে তাদের প্রধান ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয়...