সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এবং তাঁর গাড়ির চালকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। একজন রেডডিট ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে দাবি করেন যে একটি দুর্ঘটনার পর বরুণের চালক এক ব্যক্তিকে গালিগালাজ করেছেন। ভিডিওটিতে বরুণকে ওই লোকটিকে শান্ত করতে দেখা যায় এবং তাঁদের পাশে একজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। তবে, ইটাইমস-এর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বরুণ ধাওয়ান। বরুণ তাঁর আসন্ন ছবি 'সানি সংস্কারি কি তুলসি কুমারী'-এর প্রচার করছিলেন, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং পরিচালক শশাঙ্ক খৈতান। কথাবার্তার সময়, বরুণ সোশ্যাল মিডিয়ার কারণে অভিনেতাদের ব্যক্তিগত পরিসর কমে যাওয়া এবং ভুল ব্যাখ্যা দিয়ে কোনো কিছুকে বাড়িয়ে তোলার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বরুণ বলেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল খুব সহজেই একটি মিথ্যা গল্প তৈরি...