বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা ১৭৬০টি মামলার মধ্যে ৫৫টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এই ৫৫টি মামলার বাইরে বাকি সব মামলা তদন্তাধীন। তবে সরকার ফৌজদারী কার্যবিধির ১৭৩-এ ধারা অনুযায়ী, ইতোমধ্যে ১৩৬ জনকে মামলার অভিযোগ থেকে আদালত অব্যাহতি দিয়েছে পুলিশ রিপোর্টের প্রেক্ষিতে। আরও ২৩৬ জনের জন্য আবেদন বিবেচনা করছে পুলিশ, যাদেরকে পুলিশ নিরীহ ও নির্দোষ মনে করছে।বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মোট ১৭৬০টি মামলার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা। অন্যান্য ধারার মামলার সংখ্যা ৯৭৪টি। চার্জশিট দেওয়া ৫৫টির মধ্যে ১৮টি হত্যা মামলায় ১৯৪১ জনকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট দিয়েছে। অন্যান্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।আইজিপি বলেন,...