বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই সমান নাগরিক।” সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আমীর খসরু বলেন, দুর্গোৎসব এখন আর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সংবিধান যেহেতু সবার সমান অধিকার নিশ্চিত করেছে, তাই সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক—“যদি আমরা সবাই সমান, তাহলে কারো অধিক বা কম অধিকার থাকতে পারে না।” নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, আগে খুব সীমিতসংখ্যক পূজামণ্ডপ থাকলেও এখন তা শহরের নানা প্রান্তে বিস্তৃত হয়েছে। তিনি...