জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তাঁর পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সব সময়ই শিরোনামে থাকেন। গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর তিনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। তাঁদের দাম্পত্য জীবন শুরুতে চর্চার কেন্দ্রে থাকলেও, সম্প্রতি তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন জোরালো হয়েছে। এমনকি শোনা যাচ্ছে, সৃজিত ও মিথিলা নাকি এখন একসঙ্গে থাকছেন না। এই পরিস্থিতিতে ভক্তদের মনে প্রশ্ন, সৃজিত-মিথিলার সম্পর্কে কি সত্যিই ফাটল ধরেছে? সম্প্রতি একটি পডকাস্টে এই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন মিথিলা। সঞ্চালক যখন তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে জানতে চান এবং সৃজিত এখনও তাঁর স্বামী আছেন কিনা, সেই প্রশ্নের উত্তরে মিথিলা খানিকটা রহস্য জিইয়ে রেখে বলেন, "এটা তো যারা বলছে তারাই বলছে, আমি...