ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর সুচিত্রা সরকার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের দুর্গামন্দির সংলগ্ন পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সুচিত্রা সরকার ওই গ্রামের রামা মণ্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুচিত্রার বাড়ির পাশে দুর্গামন্দির সংলগ্ন পুকুরে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দেন। নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগে হঠাৎ সুচিত্রা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার তাঁর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকা শোকমগ্ন হয়ে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা আশ্চর্য ও শোকাহত। তাঁরা...