চট্টগ্রামের পটিয়ায় এক ব্যবসায়ীকে সৌদি রিয়েল দেখিয়ে ৫ লাখ টাকা প্রতারণা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পটিয়া থানা পুলিশ আন্তঃজেলা প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার পুকুরিয়া গ্রামের মৃত সুন্দর আলী খানের পুত্র লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুর জেলার ছোট খারদিয়া গ্রামের মো. কাউছার বেগের পুত্র মো. সোহেল বেগ (৩৩) ও একই জেলার রায়পাড়া সদরদি এলাকার মোহাম্মদ খানের পুত্র মো. জাহিদ খান প্রকাশ শহীদ (৪৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সৌদি ১০০ রিয়েলের ২০টি নোট, ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়েছে। পুলিশ জানান, পটিয়া পৌর সদরের ব্যবসায়ী মো. আলকাছ মিয়াকে প্রতারকচক্র ফেরিওয়ালা ছদ্মবেশে প্রথমে টার্গেট করে। পরে সৌদি রিয়েল বিক্রয়ের প্রলোভন...