ব্রিটিশরা নয়, ইসরায়েলের হাইফা শহরকে মুক্ত করেছে ভারতীয় সেনারা। এমন মন্তব্যই করেছেন শহরটির মেয়র ইয়োনা ইয়াহাভ। তার মতে, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শহরকে মুক্ত করেছিলেন ভারতীয় সেনারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের এই শহরেই সোমবার প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ জানান, ইতিহাসের বিকৃত তথ্য সংশোধন করে স্কুলের পাঠ্যবইয়ে এখন বলা হচ্ছে— হাইফাকে মুক্ত করেছিলেন ভারতীয় সৈন্যরাই, ব্রিটিশরা নয়। মেয়র ইয়াহাভ আরও বলেন, “আমি এই শহরেই জন্মেছি এবং পড়াশোনা করেছি। সবসময় আমাদের বলা হতো, ব্রিটিশ সেনারাই অটোমান শাসন থেকে শহরকে মুক্ত করেছে। কিন্তু একদিন ঐতিহাসিক সমিতির একজন আমার কাছে এসে গবেষণার তথ্য দেখান। তাতে প্রমাণ মেলে, ব্রিটিশ নয়, ভারতীয় সৈন্যরাই হাইফাকে মুক্ত...