শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে এবার রাজশাহী নগরের দুটি মণ্ডপে কুমারী পূজা করা হয়েছে। আগে শুধু সাগরপাড়া এলাকার ত্রিনয়নী মন্দিরে কুমারী পূজা হলেও এবার নতুন করে রানীবাজারের টাইগার সংঘের পূজামণ্ডপে এই পূজার আয়োজন করা হয়। মণ্ডপ দুটিতে দেবীর রূপে দুই কুমারীকন্যাকে আসনে বসিয়ে ফুল, চন্দন, ধূপ, ধুনো ও প্রসাদ দিয়ে পূজা করেন পুরোহিত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় টাইগার সংঘের মণ্ডপে ৬ বছর বয়সি শিশু শ্রেণির ছাত্রী অধরা দাসকে মাতৃরূপে কুমারী পূজা করেন ভক্তরা। আর ত্রিনয়নী মন্ডপে দেবীর আসনে বসে সাড়ে চার বছরের অংকিতা ঘোষ। সাধারণত অষ্টমী তিথিতে দিনের বেলায় অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। আর রাতে হয় সন্ধি পূজা। অষ্টমীর শেষ এবং নবমীর শুরু-এই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এ পূজার নাম সন্ধি পূজা। যেসব মণ্ডপে কুমারী পূজা হয়,...