এবারের দুর্গোৎসবের মতই ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘উৎসবমুখর পরিবেশে’ অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। মঙ্গলবার দুপুরে নগরীরে জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের পূজা পরিদর্শনে এসে কথা বলছিলেন এই উপদেষ্টা। ফারুক-ই-আজম বলেন, “আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন বিকল্প নেই। আমরা আর পশ্চাতে যেতে পারব না। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতিকে যাতে সমৃদ্ধির দিকে নিতে পারি সেটার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নিয়োজিত আছি। “আজকের এই পূজার মত উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। যার যা দায়িত্ব তা আমরা পালন করব। সার্বিক দায়িত্ব ভোটে অংশগ্রহণ করা। যা এই সময়ের একটি অনিবার্য প্রেক্ষিত। আমরা ঐক্যবদ্ধভাবে সেই দিকে এগিয়ে যেতে চাই।” তিনি বলেন, বাঙালির জাতীয় চেতনার মধ্যে দুর্গোৎসব অনাদিকাল থেকে জীবনের অংশ। দুর্গোৎসবকে ‘সর্বজনীন উৎসব’...