ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক তরুণীর প্রাণ গেছে; এ ছাড়া ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন। আর চিকিৎসাধীন আছেন ৩০ জন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ফরিদপুরের সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান। মৃত আসমা আতার মুন্নি (২৫) শহরের ঝিলটুলী এলাকার বাসিন্দা। সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু আক্রান্ত মুন্নি রোববার হাসপাতালে ভর্তি হন। পরদিন রাত সাড়ে ১১টার দিকে তিন মারা যান। এ ছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন...