ঢাকা: ভারতের কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা সরকার। খুন, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক পাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দা-সাঙ্গারি স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, গ্যাংটি এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত হবে।এই ঘোষণার ফলে, কানাডায় অবস্থানরত বিষ্ণোই গ্যাংয়ের যেকোনো সম্পদ, নগদ অর্থ, যানবাহন এবং অন্যান্য মালামাল জব্দ করা যাবে। পাশাপাশি, দেশটিতে প্রবেশের সময় গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যদের আটক করার সুযোগ থাকবে অভিবাসন কর্তৃপক্ষের হাতে।উল্লেখ্য, লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন গ্যাংটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে সম্প্রতি ব্যাপক আলোচনায় আসে। কানাডায় শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ভারতে জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্যাংটির বিরুদ্ধে।এছাড়া, মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকিকে হত্যার দায়...