শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি শুরু হচ্ছে। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট খাতগুলো এ ছুটির বাইরে থাকবে। জানা গেছে, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রোববার (৫ অক্টোবর) থেকে কর্মস্থলে ফিরবেন। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার নিয়মিত কার্যক্রম চলবে। ফলে তাদের ক্ষেত্রে চার দিনের পরিবর্তে তিন দিনের ছুটি কার্যকর হবে। এদিকে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সব ধরনের জরুরি সেবার কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির সুবিধা পাবেন না। একইভাবে হাসপাতাল, চিকিৎসক-কর্মী, ওষুধ...