ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করায় কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটাতে ২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ইউটিউব। সেই ঘটনাকে কেন্দ্র করে এই মামলা করা হয়েছিল। আদালতের নথি অনুযায়ী, মীমাংসার অংশ হিসেবে ইউটিউব ট্রাম্পের পক্ষে ২ কোটি ২০ লাখ ডলার দান করবে ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’ নামে একটি অলাভজনক সংস্থায়, যারা হোয়াইট হাউজে ২০ কোটি ডলারের বলরুম নির্মাণ প্রকল্প তদারকি করছে। বাকি ২৫ লাখ ডলার যাবে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও লেখক নাওমি উলফসহ মামলার অন্যান্য বাদীদের কাছে। আরও পড়ুন>>পাকিস্তানকে কাছে টানছেন ট্রাম্প, ভারত কেবল তাকিয়েই দেখছেনোবেল পুরস্কার পাওয়ার আশা ভঙ্গ হবে ট্রাম্পের, যা বলছেন...