পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার অনুমতি তথা এনওসিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুমায়ের আহমাদ সৈয়দ ২৯ সেপ্টেম্বর খেলোয়াড় ও এজেন্টদের উদ্দেশে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠান। তাতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনে বিদেশি লিগ ও দেশের বাইরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সব এনওসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’ কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা জানায়নি বোর্ড। তবে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের একদিন পরই এমন সিদ্ধান্ত এসেছে। যদিও ওই সফরে পাকিস্তান একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল। তাছাড়া অক্টোবরেই শুরু হচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সেরা প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফি। যা মূলত ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। এনওসি স্থগিতাদেশ কতদিন থাকবে বা কোনও ছাড় দেওয়া হবে...