ঢাকার আকাশে সকাল থেকে রোদটা ছিল কড়াইয়ের আঁচের মতো। রোদে পুড়ে যাওয়া শুধু নয়, তার সঙ্গে মিশে আছে এক অস্বস্তিকর ভ্যাপসা গরম। ঘামে ভিজে যাচ্ছে জামা-কাপড়, হাঁটতে গিয়েই নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। শহরের প্রতিটি মোড়ে যেন গরম বাতাস থেমে আছে, কারও ওপর করুণা দেখানোর সুযোগ নেই। ছবি: মাহবুব আলম এই দমবন্ধ করা গরমের মধ্যেই জীবিকার প্রয়োজনে হাজারো মানুষ ছুটছেন অফিসে, বাজারে কিংবা দিনমজুরের কাজের খোঁজে। ঘাম ঝরাতে ঝরাতে রিকশাচালক চালাচ্ছেন তার রিকশা, নির্মাণ শ্রমিক সিমেন্ট-ইটের বোঝা বয়ে নিয়ে যাচ্ছেন মাথায়। শহরের প্রতিটি রাস্তা যেন সাক্ষী হচ্ছে শ্রমজীবী মানুষের জীবনযুদ্ধের। তৃষ্ণার্ত মুখে কারও হাতে দেখা যাচ্ছে ঠান্ডা পানির বোতল, কেউবা ছুটে যাচ্ছেন শরবতের দোকানে। লেবুর শরবত কিংবা পেঁপের শরবতের সামনে লম্বা লাইন-এই পানীয় যেন মুহূর্তের জন্য হলেও মানুষের শরীরে প্রাণের সঞ্চার...