দলীয় দাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামী ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ ডেকেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে জামায়াতে ইসলামী এক সংবাদ সম্মেলন আয়োজন করে। কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয়...