শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে ভক্ত-দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে ভিড় করেন। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন তারা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহা অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা শুরু হয়। শেষ হয় বেলা ১টায়। এবারের মাতৃরূপী দেবী দুর্গার শাস্ত্রীয় নাম মালিনী আর জীবন্ত রূপের নাম লাবণ্য চট্টোপাধ্যায়। বয়স ৭ বছর। কুমারী দেবীর বাবার নাম বিজয় চট্টোপাধ্যায়। পায়ে আলতা, দুই হাতে পদ্ম, কপালে সিঁদুরের তিলক নিয়ে মণ্ডপে আসেন কুমারী দেবী। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস– এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। পূজা শেষে প্রধান পূজারি আরতি নিবেদন করে...