ডয়েচে ভেলে (ডিডব্লিউ) এবং চ্যানেল আই-এর যৌথ প্রযোজনায় আবারও শুরু হয়েছে পরিবেশ ও প্রকৃতি বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘ইকো বাংলাদেশ’। জনপ্রিয় এই ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনেও থাকছে ১০টি পর্ব। প্রথম সিজন থেকেই ‘ইকো বাংলাদেশ’ দর্শক এবং বিশেষজ্ঞ মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ডয়েচে ভেলে (ডিডব্লিউ) অনুষ্ঠানটির মান, কনটেন্ট ও প্রভাব সম্পর্কে বিশেষভাবে সন্তোষ প্রকাশ করেছে এবং এই নিয়ে একটি আনুষ্ঠানিক প্রশংসাপত্র পাঠিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে। এই নতুন সিজনেও প্রতিটি পর্বে দর্শকরা দেখতে পাবেন বাংলাদেশসহ ইউরোপ, আফ্রিকা এবং লাতিন আমেরিকার পরিবেশবান্ধব উদ্যোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই জীবনযাপন এবং প্রকৃতি সংরক্ষণের অনন্য সব গল্প। ‘ইকো বাংলাদেশ’ শুধু পরিবেশগত সমস্যার কথা...