ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সিদোয়ারজো শহরে একটি ইসলামিক স্কুল ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং এখনও অন্তত ৩৮ জন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নামাজের সময়, যখন শিক্ষার্থীরা ভবনের ভেতরে জড়ো ছিলেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি এক ব্রিফিংয়ে জানান, “মোট ভিকটিম ১০২ জন। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৩ জন মারা গেছেন।”স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনাস্থলে উদ্বিগ্ন স্বজনরা ভিড় করছেন। বহু তলা ভবনটির চারপাশ ঘিরে চলছে উদ্ধার অভিযান, যেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন।তিনি আরো বলেন, ‘এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।’জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল...