আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জানিয়েছেন, সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুনর্বাসন ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।জেলা প্রশাসক আরও বলেন, অবরোধকারীদের সাথে প্রশাসনের আলোচনা হয়েছে। তাদের ৮ দফা দাবির মধ্যে ৭টি অ্যাড্রেস করা হয়েছে। তিনি আহ্বান জানান, “তারা যদি অবরোধ প্রত্যাহার করে, তবে আমরা ১৪৪ ধারা তুলে নেব।”নিউজজি/এস আর জেলা...