কিশোরগঞ্জ:কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূজামণ্ডপগুলোতে এ বছর সরকারি বরাদ্দের চালের পরিবর্তে দেয়া হয়েছে অর্ধেক টাকা। বাকি টাকা ভাগাভাগি করে নিয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় পূজা উদ্যোক্তারা।সরকারি বরাদ্দের চাল অর্ধেকের টাকায় হাতবদল: ১৪ সেপ্টেম্বর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয় প্রশাসন। বাজারমূল্য অনুযায়ী এর দাম দাঁড়ায় প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু পূজামণ্ডপগুলোকে দেয়া হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। ফলে ৪২টি পূজামণ্ডপ থেকে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট।কালোবাজারিদের সঙ্গে আঁতাতের অভিযোগ:স্থানীয় সূত্র বলছে, প্রশাসন বরাদ্দ দিলেও খাদ্য কর্মকর্তারা কালোবাজারিদের সঙ্গে যোগসাজশ করে চাল বিতরণে বিলম্ব করেন। পরে তড়িঘড়ি করে মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের গুদামে ডেকে এনে ফাঁকা রেজিস্ট্রারে সাক্ষর করিয়ে প্রতি ডিওর বিপরীতে ধরিয়ে দেন ১৫ হাজার টাকা। এ কাজে খাদ্য কর্মকর্তাদের সহায়তা করেছে পূজা উদযাপন...