খাগড়াছড়িতে একজন মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদ ঘিরে হয়ে যাওয়া সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগে অন্তত ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ৪১ জন নাগরিক। বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি—এসব ঘটনায় অন্তত ৩০ জন আদিবাসী আহত হয়েছেন এবং ৩ জন নিহত হয়েছেন এবং এ ক্ষেত্রে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে। আমরা মনে করিয়ে দিতে চাই, কোনও বাহিনী আইনের শাসন ও মানবাধিকারের ঊর্ধ্বে নয়। সেনাবাহিনীর সদস্যসহ যে কেউ মাত্রাতিরিক্ত বলপ্রযোগের ঘটনায় জড়িত থাকলে— তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। দায়মুক্তির সংস্কৃতি অবিলম্বে...