আবার এক শুল্ক বোমা ডনাল্ড ট্রাম্পের। এবার চলচ্চিত্র শিল্পে কর চাপানোর ঘোষণা। অ্যামেরিকার বাইরে তৈরি হওয়া ছবিতে ১০০ শতাংশ হারে শুল্ক আদায় করা হবে। এতে কী প্রভাব ভারতীয় সিনেমায়? একের পর এক শুল্ক আরোপ থেকে অভিবাসীদের জন্য ভিসা, নানা ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট কঠোর নীতির ঘোষণা করেছেন। সেই তালিকায় যুক্ত হল সিনেমা। সোমবার ফের শুল্ক চাপানোর কথা ঘোষণা করেনট্রাম্প। এ বার নিশানায় অ্যামেরিকার বাইরে তৈরি সিনেমা। এসব সিনেমার উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট লিখেছেন, “আমাদের সিনেমার ব্যবসা অ্যামেরিকা থেকে অন্য দেশ চুরি করে নিয়েছে। শিশুর থেকে লজেন্স নিয়ে নেয়ার মতো।” রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মে মাসের শুরুতে এই ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। কিন্তু সেই সময়ে তিনি এ ব্যাপারে কিছু খোলসা...