খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পুনর্বাসনের আশ্বাস দেন। জেলা প্রশাসক বলেন, “ক্ষতিগ্রস্তদের পাশে আমরা থাকব। যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসার দায়িত্ব প্রশাসন নেবে।” অবরোধকারীদের দাবির প্রসঙ্গে তিনি জানান, “তাদের আট দফা দাবির মধ্যে সাতটি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। আলোচনার টেবিলে সমাধান চাই। তারা অবরোধ প্রত্যাহার করলে আমরাও ১৪৪ ধারা প্রত্যাহার করব।” পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, সহিংসতায় হতাহতদের পরিবারের সদস্যরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। বর্তমানে খাগড়াছড়ি শহরে চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা চলছে। বিভিন্ন চেকপোস্টে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরে সীমিত আকারে টমটম চললেও দূরপাল্লার...