থানায় কোনো ভুক্তভোগী মামলা করতে গেলে তার মামলাটি রুজু না করে লিখিত অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মামলা না নিয়ে অভিযোগ নিলে সংশ্লিষ্ট থানার ওসিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। থানায় কোনো ভুক্তভোগী মামলা করতে গেলে মামলা না নিয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়। কিন্তু সেটি মামলা হিসেবে রুজু করা হয় না। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, এটি অন্যায়। এমন হয়ে থাকলে আমরা জানলে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এমন ঘটনায় বেশ কয়েকটি থানার ওসিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। মামলার বদলে অভিযোগ নিয়ে এসআইকে তদন্তে...