পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন হলে জনগণের কাছে যেতে হবে না। ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবেন মালদ্বীপে— এ ধরনের উদ্ভট চিন্তাধারা বাংলাদেশের রাজনীতির উপযোগী নয়।’ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাজারীবাগ বাজারে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা-১০ আসনের বিএনপি ও তার অঙ্গসংগঠন এবং সর্বস্তরের জনগণ আয়োজিত এক মানববন্ধনে বর্জ্য ব্যবস্থাপনা, এডিস মশা নিধন ও পয়ঃনিষ্কাশন উন্নয়নের দাবি জানানো হয়। সংস্কার প্রসঙ্গে ব্যারিস্টার অসীম বলেন, প্রয়োজনীয় সংস্কার যদি সরকার গ্রহণ করে তবে জনগণই তা মূল্যায়ন করবে। তবে অনেক সংস্কার সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়। এজন্য জাতীয় সংসদ অপরিহার্য। তিনি বলেন, যারা সংবিধানকে উপেক্ষা করে অসংবিধানিক বক্তব্য দিচ্ছেন, তারা আসলে পতিত স্বৈরাচারী সরকারকেই ফিরিয়ে আনতে চাইছেন। বাংলাদেশের জনগণ- তা...