খিলগাঁও (তালতলা) সুপার মার্কেটে মোট চারটি দুইতলা মার্কেটে বর্তমানে প্রায় ৮৫৬টি দোকান রয়েছে; দীর্ঘদিন ধরে ‘গরিবের মার্কেট’ হিসেবে খ্যাত এই এলাকায় প্রতিদিন হাজারগত মানুষের আড্ডা ও খরিদারি চলে। এলাকাবাসী এবং মার্কেটের কিছু মালিক মনে করেন, যেটুকু খালি জায়গা রয়েছে তা পার্কিং ও জরুরি সেবা নির্বাহের জন্যই অপরিহার্য; সেখানে শতাধিক দোকান হলে গাড়ি রাখা, জরুরি উদ্ধারসেবা ও জনস্বার্থের জন্য প্রয়োজনীয় খোলা জায়গা সংকুচিত হবে। দোকান মালিকদের অভিযোগ অনুযায়ী, বণিক সমিতি ডিএনসিসির কাছ থেকে ৫ হাজার ২৫৭ বর্গফুট জায়গার ইজারা নিয়েছে এবং ‘অস্থায়ী বরাদ্দ’ হিসেবে জায়গা নিয়ে প্রতিটি প্রায় ৬০ ফুট আয়তনের দোকান তৈরির কাজ শুরু করা হয়েছে। দোকান মালিকরা বলছেন, যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি ভৌগোলিক আয়তন দখলের প্রক্রিয়া চলছে এবং নতুন করে ২১৯ জনকে দোকান দেয়া...