আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন অন্তবর্তীকালীন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত বছরের জুলাই মাসে সংঘটিত গণহত্যা এবং পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে তিনি সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দেন। সেখানে তিনি বলেন, চব্বিশের ঘটনা গোটা জাতিকে মনে করিয়ে দিয়েছে কীভাবে একটি সরকার নিরস্ত্র জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ফারুকী লেখেন, ‘একাত্তরের পর মানবতাবিরোধী অপরাধীদের বিচার হয়েছিল। অথচ বাহাত্তর সালে বসে কেউ যদি হিটলার পতনের পর তার জন্মদিন পালন করত, সেটি যেমন ভয়ঙ্কর মনে হতো তেমনি আজ আওয়ামী লীগের রাজনীতি দাঁড়িয়েছে ঠিক সেই জায়গায়। জুলাই গণহত্যার পর খুনি হাসিনা আর তার ভ্রান্তবাদী গ্যাং-এর কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় কেন দলটি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে অপরাধী সংগঠনে পরিণত হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী...