ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামালার নিষ্পত্তিতে ২৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানে সম্মত হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। বাংলাদেশী মুদ্রায় অর্থের অংকটা ২ কোটি ৯৮ লাখ টাকার বেশি। গতকাল সোমবার আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে মার্কিন ক্যাপিটল দাঙ্গার প্রেক্ষাপটে সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ইউটিউব। তারiই পরিপ্রেক্ষিতে সে বছরের জুলাই মাসে ট্রাম্প ইউটিউবের বিরুদ্ধে রক্ষণশীলদের মতামত বেআইনিভাবে দমনের অভিযোগে আদালতে মামলা করেন। এই মামলার নিষ্পত্তিতেই এবার ২৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে ক্যাপিটল হিল দাঙ্গার পর ইউটিউবের পাশাপাশি আরও দুটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টুইটার (বর্তমানে এক্স) থেকেও ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত...