আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। র্যাব ডিজি বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে যে কোনো ষড়যন্ত্র রুখতে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।’ সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার নিয়ে প্রশ্নের জবাবে শহিদুল রহমান বলেন, ‘লুট হওয়া প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। গত মাসেও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, জাতীয় নির্বাচনের আগেই বাকি অস্ত্রগুলোও উদ্ধার করা সম্ভব হবে।’ তিনি আরো বলেন, এসব অস্ত্র...